প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 9, 2026 ইং
কলাগাছিয়া ইউনিয়নে ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

বন্দর প্রতিনিধি: বন্দরের কলাগাছিয়ায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার ৯ জানুয়ারী বাদ মাগরিব কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দলাল বাড়ি এলাকায় এই মিলাদ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে কলাগাছিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাতের সভাপতিত্বে এবং মোস্তফা মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
দোয়া অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাততার, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু সহ কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট